২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৪:১৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার"আহাদসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২১
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা  অপপ্রচার"আহাদসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা স্টাফ রিপোর্টার সিলেট:


সিলেটে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনার অভিযোগে গোলাপগঞ্জের আহাদকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সেলিম হাসান কাওছার বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। সাইবার ট্রাইব্যুনাল, সিলেট এর মামলা নং ৯৯/২০২১। মামলার আসামীরা হলো গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী গীর্দ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুল আহাদ ওরফে নুর মিয়া, উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর মানিককোনা গ্রামের বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়া নবারুন ৪৩৬ এর তাজ উদ্দিনের ছেলে পারভেজ আহমদ, গোলাপগঞ্জ ফুলবাড়ির ফাহাদ হোসাইন, চৌঘরী গীর্দ গ্রামের বদরুল আলম। মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৭ মে থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে এবং এর আগে ও পরে মামলার আসামিরা পরস্পর যোগসাজশে বাদী সাংবাদিক সেলিম হাসান কাওছারের নাম, ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার করে। যাতে করে বাদীর সামাজিক, পারিবারিক ও পেশাগত সুনাম ক্ষুন্ন হয়েছে। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী বক্তব্যও প্রচার করেছে। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩৫ ধারা লঙ্ঘন। আদালত মামলা গ্রহণ করে বাদীর জবানবন্দি ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি তদন্তের জন্য পিপিআই, সিলেট এর পুলিশ সুপারকে নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনাল সিলেট-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল কাশেম।

শেয়ার করুন